অনলাইনে কমেন্টবক্সে কমেন্ট করার জন্য বা আমাদের সাইটে বাংলা লেখার জন্য আমাদের সাধারনত অভ্র নামক সফটওয়ারের উপর নির্ভর করতে হয়। তবে এখন থেকে আপনি ইচ্ছে করলে খুব সহজেই বাংলা ভাষা ভাষীদের জন্য আপনার ব্লগসাইটে বাংলায় লেখার সিস্টেম চালু করতে পারবেন।
আপনার ব্লগে "ইউনিকোড বাংলা লেখার প্যাড" স্থাপন করার পদ্ধতি
- ব্লগার.কম ঠিকানায় গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন হয়ে নিন। প্রথমে "ইউনিকোড বাংলা লেখার প্যাড" এর কোড ডাউনলোড করুন এই লিংক থেকে
- এই জিপ ফাইলটির ভিতরের টেক্সট ফাইলটিতে থাকা কোডগুলি সম্পূর্ণ সিলেক্ট করে কপি করে নিন। Layout > Page Elements ট্যাবে গিয়ে একটি নতুন HTML/ Javascripts গেজেট নিন।
- এই গেজেটের ভিতরে টেক্সট ফাইলটি থেকে কপি করে নেয়া কোড পেস্ট করে সেভ করুন।
- গেজেটটি ড্রাগ করে ব্লগের হেডারের নিচে বা পোস্টের নিচে বা একেবারে নিচের ফুটারে বা যে কোন একটি জায়গায় সরিয়ে রাখুন।
- সেভ করুন
- ফাইল বৈশিষ্ট্য: Name: Unicode Bangla Pad, জিপ (Zip File) ফাইল। সাইজ: ৭০৯ বাইট (709 B)
- উল্লেখ্য যে এই গেজেটটিতে উইন্ডোজ কিংবা লিনাক্স যে কোন প্লাটফরম থেকে বাংলা লেখা যাবে।
This is a online unicode Bangla writing pad. If you haven't install any software, please use it.
কাস্টমাইজ করুনঃ কোডে থাকা cols="1" , rows="10" এবং font-size: 16pt কমবেশি করে টেক্সটবক্সের সাইজ (প্রস্থ এবং উচ্চতা) এবং ফন্টের আকার ছোটবড় করতে পারবেন। তবে cols="16" , rows="2" দেয়াটাই উত্তম।
কৃতজ্ঞতা: এই তথ্যটি বাংলা হ্যাকস ওয়েবসাইট থেকে নেয়া হয়েছে।
Good Post Man
I think it is really a helpful post.But try to write like yourself.Now from collecting any blog or site.thanks.